New Update
/anm-bengali/media/media_files/wfvSLKIaAG822s7zz0K7.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার বিজেপির তরফে একটি টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, "দেশ জুড়ে এবারে UPI ATM খুলতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। একনজরে দেখে নিন কার্ডলেস ATM -এ কি কি সুবিধা পাচ্ছেন..."
এরপরেই বিজেপির তরফে জানানো হয়েছে, 'UPI ATM-এর সাহায্যে ডেবিট ও ক্রেডিট কার্ড ছাড়াই ATM থেকে টাকা তোলা যাবে। UPI-এর QR code ব্যবহার করে টাকা তোলা যাবে। ATM থেকে অ্যাকাউন্ট ব্যালেন্স নেওয়ার প্রয়োজন নেই। গ্রাহক নিজেই UPI অ্যাপে গিয়ে নিজের ব্যালেন্স দেখতে পাবেন।'
দেশ জুড়ে এবারে UPI ATM খুলতে চলেছে @narendramodi সরকার।
— BJP West Bengal (@BJP4Bengal) January 3, 2024
একনজরে দেখে নিন কার্ডলেস ATM -এ কি কি সুবিধা পাচ্ছেন... pic.twitter.com/SelIVP0raj
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us