হঠাৎ হাসপাতালে হাজির নবান্নর লোক, শোরগোল ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে

নবান্ন থেকে লোক এসে হাজির সুপার স্পেশালিটি হাসপাতালে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
67ojbl

File Picture

নিজস্ব সংবাদদাতা: গত কয়েকমাস ধরে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও মেলেনি বার্ধক্য ভাতা। তাই অবশেষে মুখ্যমন্ত্রীকে ফোন করে বার্ধক্য ভাতার আবেদন করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বেনিয়া গ্রামের বছর ৭৭ এর বৃদ্ধ তারাপদ মাঝি। বর্তমানে শারীরিক অসুস্থতা নিয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি তারাপদ মাঝি। আর এরই মধ্যে বার্ধক্য ভাতার খোঁজখবর নেওয়ার জন্য নবান্ন থেকে লোক এসে হাজির ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।

67hbho

নবান্ন থেকে হঠাৎ করেই হাসপাতালে লোক এসেছে শুনেই শোরগোল পড়ে যায়। তারাপদ মাঝির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর কিছুটা হলেও বার্ধক্য ভাতা পাওয়ার আশার আলো দেখছেন তিনি। তারাপদ মাঝি জানান, “গত কয়েকমাসে বিভিন্ন জায়গায় গিয়েছি। কোথাও আমার বার্ধক্য ভাতাটুকুও হচ্ছিল না। আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আবেদন জানাই। তারপর নবান্নের লোক গতকাল এসে আমার কাছে বিস্তারিত জানতে চান”। আর তারপরেই হাসপাতালের বেডে শুয়েই বার্ধক্য ভাতা পাওয়ার আশার আলো দেখছেন তারাপদ মাঝি।