জোকা ESI হাসপাতালের পিছন থেকে উদ্ধার রহস্যময় ব্যাগ

জোকা ESI-র বয়েজ হোস্টেলের পিছনে রহস্যময় ব্যাগ উদ্ধার। ব্যাগে মিলল মাংসপিণ্ড। ঘটনায় জোকা ESI-তে চাঞ্চল্য। ইতিমধ্যেই পুলিশ এসে মাংসপিণ্ড বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
ESIC_Medical_College_photo

ফাইল চিত্র

নিজস্বসংবাদদাতা: জোকা ESI-র বয়েজ হোস্টেলের পিছনে রহস্যময় ব্যাগ উদ্ধার। ব্যাগে মিলল মাংসপিণ্ড। ঘটনায় জোকা ESI-তে চাঞ্চল্য। জানা গিয়েছে, সকালবেলা ক্যান্টিন কর্মীরা এসে পড়ে থাকা ব্যাগে মাংসপিণ্ড দেখেন। ইতিমধ্যেই পুলিশ এসে মাংসপিণ্ড বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে। মানুষের নয়, মাংসপিণ্ড অন্য কোনও প্রাণীর বলে প্রাথমিক অনুমান পুলিশের। মাংসপিণ্ড কোন প্রাণীর? জানতে ফরেন্সিক পরীক্ষা শনিবার।