/anm-bengali/media/media_files/d2YLWzDUtU8m6SShzee3.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার আরজি কর মামলার উত্তেজনার মধ্যেই সামনে এল আর এক ভয়ানক ঘটনা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, এক মূক ও বধির তরুণীকে দিনের পর দিন ধরে ধর্ষণ করা হয়েছে। যার ফলস্বরূপ ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বানারহাটে। এই ঘটনায় এলাকার মানুষরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। এই ঘটনায় তরুণীর পরিবারের তরফ থেকে থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/17a66c8c5f93f79a9172adf0da9a4c3d12f3aea778bac5801386db76419e6e2d.jpg?im=FitAndFill=(540,360))
তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে যে, মূক ও বধির হওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই চলে এই ঘটনা। পরবর্তীকালে তরুণীর স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেই সময়েই জানা যায় যে, ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। তখনই স্পষ্ট হয় সব ঘটনা।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/09/gang-Raped.jpg)
এই ঘটনায় ধূপগুড়ি মহকুমার এসডিপিও গেইলসন লেপচা বলেন, '' লিখিত অভিযোগ দায়ের হয়েছে। দ্রুত অভিযুক্তকে ধরা হবে। আইন মেনে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। ''
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/01/physical-assault.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us