খুন! পুরনো শত্রুতা?

ফের অন্ডালে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খুন হলেন বিরেন্দর চৌধুরী নামে বছর ৪৮ এর এক ব্যক্তি।

author-image
Pallabi Sanyal
New Update
wer

হরি ঘোষ, অন্ডাল : ফের অন্ডালে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খুন হলেন বিরেন্দর চৌধুরী নামে বছর ৪৮ এর এক ব্যক্তি।
মৃত বীরেন্দর চৌধুরীর ছেলে জানান, গতকাল রাত্রি পৌনে এগারোটা নাগাদ তার বাবাকে বাড়ির  অদূরে পড়ে থাকতে দেখেন। প্রথমে কিছু বুঝতে না পারলেও সামনে পৌঁছাতেই দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার বাবা বীরেন্দর। গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল ।  মৃত বীরেন্দরের ছেলে রাজিব চৌধুরী জানান, এলাকারই বাসিন্দা বাম দাস তার বাবাকে এইভাবে খুন করেছে । সে জানায় পুরনো একটা বিবাদ ছিল বাম দাসের সঙ্গে তার পরিবারের। আর সেই বিবাদের জেরেই হয়তো এই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকেই বাম দাস পলাতক। খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে । পুলিশ গিয়ে সাংঘাতিক গুরুতর আহত অবস্থায় বীরেন্দরকে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেলে পাঠানো হয় । বিরেন্দরের ছেলে রাজিব জানায় বর্ধমান যাওয়ার পথেই মৃত্যু হয় তার বাবার।
এদিকে এভাবে খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই রহস্য দানা বেঁধেছে এলাকায়। কেন হঠাৎ করে এভাবে খুন, এই খুনের পিছনে ঠিক কী কারণ রয়েছে, পুরনো বিবাদ নাকি অন্য কিছু? সমস্ত বিষয়ে এখন তদন্ত সাপেক্ষ । ময়নাতদন্তের পরেই ঘটনার আসল সত্যতা সামনে আসবে এমনটাই পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত বাম দাসের খোঁজে তল্লাশি শুরু করেছে ।