কয়েক ঘন্টার ব্যবধানে একাধিক মৃত্যু, চিন্তা ঘনীভূত পশ্চিম মেদিনীপুরের দাসপুরে

চিন্তা ঘনীভূত হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

author-image
Aniket
New Update

File Picture

নিজস্ব প্ৰতিনিধি: কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক কয়েকটি ঘটনায় প্রাণ গেল দাসপুরের তিন ব্যক্তির। জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটেছে দাসপুর থানার কলোড়ায়। বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় স্বরূপ জানার, বয়স ৪০। অপরদিকে ওই থানার জগন্নাথপুরের গ্রামের বাসিন্দা বিকাশ বয়স ৪৮ ছাদ বাড়ির ঢালাই কাজের তক্তা সেন্টারিং করতে গিয়ে বেসামাল হয়ে নিচে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার কয়েক ঘন্টা পরেই দাসপুরের সাহাচকে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়, ওই যুবকের নাম সুব্রত মন্ডল, বয়স ২৪। প্রত্যেকটি দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে যায়। একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে একাধিক মৃত্যুতে এলাকার মানুষ চিন্তিত হয়ে পড়েছে।