New Update
/anm-bengali/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-125-pm-2025-08-23-12-55-48.png)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: টানা নিম্নচাপজনিত ভারী বৃষ্টিতে ফের জলমগ্ন ঝাড়গ্রামের একাধিক কজওয়ে ব্রিজ। গত ৪৮ ঘন্টার লাগাতার বৃষ্টিতে জামবনি ও ডুলুন নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে তীব্র বেগে জল বইতে শুরু করেছে। ফলে জামবনির সঙ্গে সদর ঝাড়গ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
/anm-bengali/media/post_attachments/b36d7839-fc5.png)
জানা গেছে, গিধনী-ঝাড়গ্রাম এবং বেলেবেড়া-ঝাড়গ্রাম সড়কের কজওয়ে প্লাবিত হওয়ায় যাতায়াত বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের। চলতি বর্ষায় এ নিয়ে দ্বিতীয়বার প্লাবিত হল ওই রাস্তা। অন্যদিকে, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গোয়ালমারার কজওয়ের উপর দিয়েও প্রবল স্রোতে জল বইছে, ফলে সেখানে যান চলাচল কার্যত বন্ধ। লাগাতার বৃষ্টিতে শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, সাধারণ জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ঝাড়গ্রাম জুড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us