New Update
/anm-bengali/media/media_files/4Ekp7Tw9TaBvMvz2sxvV.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর ব্যারেজে জল ছাড়া অব্যাহত। দুপুর একটার আপডেট অনুযায়ী, জল ছাড়ার পরিমাণ ১ লক্ষ ২৮ হাজার কিউসেক। এদিন দুপুরে ব্যারেজ পরিদর্শনে আসেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সঙ্গে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকগণ। জল ছাড়ার ফলে দামোদরের নিম্ন অববাহিকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। হাওড়া হুগলি জেলাগুলিতে ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠানো হয়েছে। সাংসদ অবৈধ বালি খননকেও বন্যার অন্যতম কারণ বলেছেন। অবৈধ বালি খননে আরো নজরদারি দাঁড়ানো উচিত বলে মন্তব্য সংসদের।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us