নিখোঁজ পোস্টারের দুদিন পরেই দেখা মিলল সাংসদের!

নিখোঁজ সাংসদ! দেখা যাচ্ছে না এলাকায়। পোস্টার পড়েছিল দুর্গাপুর আদালত চত্বরে। সেই নিখোঁজ সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার এবার দেখা মিলল খোদ দুর্গাপুরেই।

author-image
Pallabi Sanyal
New Update
dfdf

হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুরের আদালত চত্বরে চলতি সপ্তাহে বুধবার দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ সুরেন্দ্র সিং আলুওলিয়ার দেখা নেই, বহিরাগত এমপি মানছি না- লেখা পোস্টারে ছয়লাপ হয়েছিল। এরপরই আজ শুক্রবার আদালত চত্বরে হঠাৎই উপস্থিত সাংসদ সুরেন্দ্র সিং আলুওলিয়া। দুর্গাপুর মহকুমা আদালতের উল্টোদিকে একটি হোটেলে খাওয়া-দাওয়া ছেড়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন। 
যদিও এই নিয়ে কটাক্ষ করে তৃণমূল আইনজীবি সেলের  সদস্য সুব্রত মুখোপাধ্যায়।