New Update
/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: ভোট গণনার উত্তাপের মধ্যেই নেমে এল মৃত্যুর ছায়া। উত্তর ২৪ পরগনার কালীগঞ্জে ভোট-পরবর্তী ‘বিজয় উল্লাস’ ঘিরে ছিন্নভিন্ন হয়ে গেল একটি পরিবার। রাজনৈতিক সন্ত্রাসের বলি হল মাত্র ৯ বছরের এক বালিকা, যার নামও এখন মায়ের কণ্ঠে ব্যথার চিৎকারে উচ্চারিত।
চতুর্থ শ্রেণির ছাত্রী, একটি নিষ্পাপ শিশু, মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। তখনই আচমকা চলে আসে একদল দুষ্কৃতী। মায়ের কথায়, “মেয়ে আমার হাত চেপে ধরেছিল। তখনই বোমা পড়ে। আমি আর ছেলে ছিটকে পড়ি, আর মেয়েটা ওখানেই শেষ হয়ে যায়।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট বালিকার। পরিবার জানিয়েছে, তারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। “আমরা তো কর্মীও নই। বাবার সময় থেকেই সিপিএমে ভোট দিই। তাও কেন আমাদের উপর এই হামলা?”— প্রশ্ন ক্ষুব্ধ ও শোকাহত মায়ের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us