নিশ্চয়যান পরিষেবার গাড়িতে হামলা চালাচ্ছে হনুমান! বিরক্ত চালকরাও

এখন দেখার হনুমানের দল নিজে থেকে হাসপাতাল চত্বর ছাড়ে নাকি শেষে বন দফতর ডাকতে হয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-17 at 4.48.58 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: একদল হনুমানের তান্ডবে রীতিমতো নাজেহাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের নিশ্চয়যান পার্কিং চত্বরে দাঁড়িয়ে থাকা নিশ্চয়যান পরিষেবার সাথে যুক্ত গাড়ির মালিকেরা। তাদের দাবি, প্রায় ১৫ দিন ধরে এই গাড়িগুলি একদল হনুমানের লাগাতার তান্ডবে রীতিমতো নাজেহাল ও ক্ষয়ক্ষতির সম্মুখীন। ফলে হনুমানের দাপটে আতঙ্কে গাড়ির চালকরাও। গাড়ির চালক থেকে শুরু করে গাড়ির মালিকরা জানাচ্ছেন যে গত কয়েকদিন ধরে ৫-৬ টি হনুমানের দল হাসপাতালের নিশ্চয়যান পার্কিং চত্বরে দাঁড়িয়ে থাকা গাড়ির লুকিং গ্লাস ভেঙে দিয়ে পালাচ্ছে।এছাড়াও গাড়ির কাঁচ খোলা থাকলে তার ভিতরেও ঢুকে গিয়ে গাড়ির ক্ষয়ক্ষতি করছে। এখনও অবধি হনুমানের তান্ডবে সব মালিকের নিশ্চয়যান গাড়ি চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রতিদিনই গাছ থেকে নেমে আচমকা গাড়ির উপরে উঠে কাঁচ ভেঙে দিয়ে চলে যাচ্ছে হনুমানগুলি। ভাঙা লুকিং গ্লাস ফেলে নতুন লাগানো হলেও পুনরায় একই ঘটনা ঘটে নতুন গ্লাসও ভেঙে যাচ্ছে হনুমানের হাতে। মালিকদের কথায়, এক একটি লুকিং গ্লাসের দাম কম না।  ফলে প্রতিদিন লুকিং গ্লাস পাল্টে ফের পরদিন আবার হনুমানের হাতে ভাঙা পড়ে যাওয়ায় নাজেহাল তারা। পার্কিং চত্বরে গাড়ি রেখে গাছ তলায় বিশ্রাম নিতেও ভয় করছে গাড়ির চালকদের। গাড়ির কাছে গেলে হমুমানের তাড়া খেতে হয় চালকদের। অগত্যা বাধ্য হয়ে গাড়ির চালক ও মালিকেরা পটকা ফাটিয়ে হনুমান তাড়ানোর চেষ্টা করেন। ওই চত্বরে চিকিৎসকদেরও গাড়ি রাখা থাকে, তাতেও তান্ডব চালায় হনুমান। পার্কিং চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হনুমানের তান্ডবের ছবি। গাড়ির চালক থেকে মালিক সবাই চাইছেন বন দফতরে খবর দিয়ে হনুমানের দলটিকে ওখান থেকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হোক। ঘটনা সম্পর্কে অবগত হাসপাতালের বিএমওএইচ ডঃ স্বপ্ননীল মিস্ত্রি বলেন, "হনুমানের একটি দল ছোটো বাচ্চা নিয়ে এখানে কয়েকদিন ধরে উপদ্রব করছে। আমাদের নিশ্চয়যান- এর গাড়ির লুকিং গ্লাস ভেঙে দিয়েছে। আমরা এখান থেকে সরানোর উদ্যোগ নিয়েছি। সাথে বাচ্চা থাকায় বিশেষ কিছু করা যায়নি। তবে আগের থেকে উপদ্রব কিছুটা কমেছে"। চিকিৎসকদের গাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। হাসপাতালে নিশ্চয়যান গাড়ি রাখার জন্য আলাদা পার্কিং জোন করা হয় যাতে যত্রতত্র গাড়ি না রাখা হয়। সেখানে হনুমানের উপদ্রবে রীতিমতো নাজেহাল গাড়ির মালিকরা। 

monkey