/anm-bengali/media/media_files/2025/11/20/whatsapp-image-2025-11-20-2025-11-20-17-05-05.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের সিংপুর গ্রামে প্রায় ৬০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল সিংপুর প্রাথমিক বিদ্যালয়। রাজ্যে যেখানে পড়ুয়ার অভাবে একের পর এক প্রাথমিক বিদ্যালয় বন্ধ হতে বসেছে, সেখানে সবংয়ের সিংপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ৯১ জন। শিক্ষক সংখ্যা ৪। গত কয়েক দশক ধরে সুপ্রাচীন সেই স্কুলই চলছিল জীবনের ঝুঁকি নিয়ে। এর কারণ ভাঙাচোরা মাটির বাড়ি। মাথার উপরে টিনের ছাউনি। দেওয়াল থেকে খসে পড়েছিল মাটির পলেস্তারা। মাটির দেওয়ালে বড় বড় সব ফাটল। স্কুলের প্রধান শিক্ষক জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েত, স্কুল পরিদর্শক, বিধায়ক তথা মন্ত্রী, জেলাশাসক- সর্বত্র বারবার আবেদন জানানো সত্ত্বেও নতুন ঘরের জন্য বরাদ্দ মেলেনি। ফলে মাটির বাড়িতেই ঝুঁকি নিয়ে স্কুল চালাচ্ছেন তাঁরা। অভিভাবক ও পড়ুয়ারাও জানিয়েছিলেন সেই কথা।
অবশেষে তার সুরাহা হল। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ থেকে ২৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এতে খুশি স্কুলের শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকরা। রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া জানান যে এই স্কুলের যা অবস্থা তাতে ৪-৫ লক্ষ টাকায় হবে না। কেন্দ্রীয় সরকার সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। এমত অবস্থায় ফাইল পড়ে ছিল। তারপর তার সমাধান মিলল। যেটুকু টাকা বাকি থাকলো ওটা তার তহবিল থেকে দিয়ে দেওয়ার ঘোষণা করলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/20/screenshot-2025-11-20-170451-2025-11-20-17-05-23.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us