কালীগঞ্জ বিধানসভার মডেল বুথ

উপনির্বাচন উপলক্ষ্যে নতুন রূপে সেজে উঠলো কালীগঞ্জ বিধানসভার ৮০/১৬৫ নং বুথ।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-06-19 at 11.25.09 AM

KALIGANJ

নিজস্ব সংবাদদাতা - কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে, এবার নির্বাচন কমিশনের উদ্যোগে, চট্টগ্রাম কলোনী প্রাথমিক বিদ্যালয়ের ৮০/১৬৫ নং বুথকে,একটি মডেল বুথে রূপান্তরিত করা হয়েছে। বেলুন দিয়ে সাজানো সুসজ্জিত একটি বুথ। এই বুথে রাখা হয়েছে হুইলচেয়ারের ব্যবস্থা, আছে মোবাইল রাখার ব্যবস্থাও। এছাড়াও এই বুথে আছে জল ও আলোর ব্যবস্থা ও রয়েছে একটি সেলফি জোন 

WhatsApp Image 2025-06-19 at 11.25.24 AM
KALIGANJ