পড়ুয়ার মোবাইল গেমে আসক্তি, খোয়াতে হল ৫০ হাজার টাকা, অভিমানে আত্মঘাতী

বাড়ির বাগানে গিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-01 at 16.41.18

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের মোবাইলে আসক্তির ফলে প্রাণ হারালো দ্বাদশ শ্রেণির পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বড়চাহারা এলাকায়। মৃতের নাম আকাশ পাল (১৮)। জানা গিয়েছে, ওই পড়ুয়া মোবাইলের গেম খেলায় এতটাই আসক্ত ছিল যে সে সঠিক সময় পড়াশোনা করত না। দিনের বেশিরভাগ সময় সে মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলা নিয়ে ব্যস্ত থাকত। তার জেরেই মায়ের বকুনি খেয়ে আত্মহত্যা করে ওই ছাত্র। 

যা জানা যাচ্ছে, বকাবকি করার কিছু সময় পর তার মা বাড়ির বাগানে গিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি উদ্ধার করে সবং গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। 

WhatsApp Image 2025-11-01 at 07.57.03

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, ওই ছাত্রের মা গত কয়েকদিন আগে গরুর লোন বাবদ ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকা নেন। সেই লোনের টাকা গোপনে গেম খেলে খরচ করে দেয় আকাশ। প্রয়োজন পড়তে আকাশের মা তার কাছে টাকা চায়। তখনই টাকা দিতে অস্বীকার করায় পরিবারের লোকজন ব্যাঙ্কে গিয়ে পাস বই আপডেট করে দেখেন টাকা শূন্য! তখনই বাড়িতে এসে টাকা চাওয়ায়, মা ছেলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তার কিছুক্ষণ পরেই বাড়ির কাছে বাগানে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই পড়ুয়া। বিষয়টি নজরে এলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। 

এদিকে ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে আজ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।