হাইভোল্টেজ নন্দীগ্রাম, ভোটের আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের ২২টি জেলার ৩,৩১৭টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ৫ কোটি ৬৭ লাখ ২১ হাজার ২৩৪ জন ভোটার ভোট দেবেন। ভোটগ্রহণ হবে ৮ জুলাই এবং ভোট গণনা হবে ১১ জুলাই।

author-image
SWETA MITRA
New Update
suvendu adhikari nandi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের শিরোনামে নন্দীগ্রাম। আজ সকলেরনজরে থাকবেনন্দীগ্রাম (Nandigram)। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) মনোনয়নপর্বেআজসকলেরনজরথাকবেনন্দীগ্রামেরওপর। আজ মঙ্গলবার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়কশুভেন্দুঅধিকারীর (Suvendu Adhikari)নেতৃত্বেমিছিলকরেবিজেপি (BJP)প্রার্থীরাবিডিওঅফিসগিয়েমনোনয়নজমাদেবেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) রণডঙ্কা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েত ভোট। এদিকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন।