New Update
/anm-bengali/media/media_files/2025/05/28/QEySzA6q3EBy3LAo5kdo.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বেলদাতে হিন্দু জাগরণ সংঘের তিরঙ্গা যাত্রায় উপস্থিত বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদাতে হিন্দু জাগরণ সংঘের উদ্যোগে অপারেশন সিঁদুরকে অভিনন্দন জানাতে তিরঙ্গা যাত্রা আয়োজিত হল। তিরঙ্গা যাত্রাটি পুরো বেলদা শহর পরিক্রমা করে। এই কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী, রমাপ্রসাদ গিরি সহ অন্যান্যরা।
/anm-bengali/media/media_files/2025/05/05/Ufadah1Lvcad4hck5iW7.jpeg)
/anm-bengali/media/post_attachments/_media/bs/img/article/2025-05/07/full/1746573814-0988-422163.jpg?im=FeatureCrop,size=(826,465))
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us