কেশয়াড়ীতে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন, উপস্থিত বিধায়ক ও বিডিও

সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-26 at 19.51.33

File Picture

নিজস্ব সংবাদদাতা: আদিবাসী সংস্কৃতির মানোন্নয়নের লক্ষ্যে LAMPS -এর মধ্য দিয়ে আদিবাসী মহিলাদের আর্থ-সামাজিক স্বাবলম্বী, ধর্মীয় ও রাজনৈতিক অবস্থার উন্নয়নকল্পে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ট্রাইবাল ডেভেলপমেন্ট কো - অপারেটিভ কর্পোরেশনের পক্ষ থেকে রবিবার ছোট ডাইমারী ল্যাম্পস সোসাইটির উদ্যোগে স্বসহায়ক দলগুলোর মধ্যে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা (রিজিওনাল লেভেল) আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত এলাকার বিধায়ক পরেশ মুর্মু, বিডিও হিতাংশ হালদার, সভাপতি উত্তম কুমার সিট ও প্রধান রুমা রাউত খিলাড়ী।

diguad