আমি রাজনীতি না, মানুষনীতি করি!’ মোদীর মঞ্চে ফাটিয়ে দিলেন মিঠুন, তৃণমূলকে ছুঁড়ে দিলেন তীব্র চ্যালেঞ্জ!

দুর্গাপুরে মোদীর সভামঞ্চে তীব্র ভাষায় তৃণমূলকে আক্রমণ মিঠুন চক্রবর্তীর।

author-image
Tamalika Chakraborty
New Update
d

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের জনসভায় শুক্রবার গর্জে উঠলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার মঞ্চে দাঁড়িয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। বক্তব্যের শুরুতেই তিনি জানান, "বাংলা আমার পরিবার। তাই বাংলার মানুষের জন্য বারবার ছুটে আসি। আমি কোনও দলীয় রাজনীতি করি না, আমি মানুষনীতি করি।"

এরপরেই তাঁর কণ্ঠে শোনা যায় আরও স্পষ্ট রাজনৈতিক বার্তা—"বিজেপি কাউকে ভয় পায় না। বুক চিতিয়ে বিজেপি লড়াই করার জন্য তৈরি আছে।" কিন্তু পাশাপাশি তিনি একটি সতর্কবার্তাও দেন, "পেছন থেকে আক্রমণ করা চলবে না। যদি সত্যিই লড়তে হয়, সামনে এসে সাহসের সঙ্গে লড়াই করুন।"

mithun chk1.jpg

মঞ্চ থেকেই মিঠুন চক্রবর্তী পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে বলেন, "পুলিশ যেন নিরপেক্ষ থাকে। আইনরক্ষকদের উচিত সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করা।"

তাঁর এই বক্তব্যে সভা চত্বরে উপস্থিত বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। অনেকেই হাততালি দিয়ে এবং স্লোগান তুলে মিঠুনের বক্তব্যে সাড়া দেন। নির্বাচনী রাজনীতির উত্তাপে জর্জরিত রাজ্যে মিঠুনের এই স্পষ্ট বার্তা রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।