ইউক্রেনের ট্রেনে সফরের সময় মাদক নিচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট! দেখুন সেই ভিডিও
বিশ্বে ফের বেজে উঠল যুদ্ধের দামামা! এবার ইয়েমেনের তিন বন্দর খালি করার বিষয়ে সতর্কতা জারি করল ইজরায়েল
কেন ট্রাম্প ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতিতে আগ্রহ দেখিয়েছিলেন! সামনে আসছে একের পর এক কারণ
দুই বছরের বেশি সময় ধরে বন্দি মার্কিন যুবক, মুক্তির ঘোষণা করল হামাস
ভারতে কোনও জঙ্গি হামলা হলেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে! হয়ে গেল বড় ঘোষণা
এবার শান্তি আসতে চলেছে ইউক্রেন ও রাশিতেই! তুরস্কে মুখোমুখি হতে চলেছেন পুতিন ও জেলেনস্কি
যুদ্ধবিরতি ফের পাকিস্তান লঙ্ঘন করলে... এবার সেনাবাহিনী বড় নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
BREAKING: ভারত জঙ্গিদের নির্মূল করতে যে কোনও পর্যায়ে যেতে পারে, ফের মিলল প্রমাণ !
অপারেশন সিঁদুরে কজন শহিদ হয়েছেন! বড় খোলসা করল সেনাবাহিনী

সবংয়ে আদিবাসী কালচারাল সেন্টারের কমিটি তৈরি করে দিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া

সবংয়ে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলে একটি সভা অনুষ্ঠিত হয় আজ। ঝাড়গ্রামের পর এই প্রথম সবং ব্লকে আদিবাসীদের জন্য একটি কালচারেল সেন্টার তৈরি করা হয়েছিল ৪৯ লক্ষ টাকা দিয়ে। অফিসার দেরকে সামনে রেখে তার একটি কমিটি তৈরি করে দেওয়া হয় রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার উপস্থিতিতে।

জানা গিয়েছে যে, এই কালচার সেন্টারটি দেখভাল করবেন এই কালচারাল কমিটি। সেন্টারের আরও উন্নয়নের জন্য এবং আদিবাসী ভাই বোনেদের ধামসা  মাদল, বিভিন্ন যন্ত্রপাতি এবং সেকেন্ড ফ্লোর তৈরি করার জন্য তার নিজস্ব ফান্ড থেকে আরো ৩৫ লক্ষ টাকা দেবেন বলে ঘোষণা করেন মন্ত্রী। এই সভাটি সবংয়ের বিডিওর আহ্বানে হয়েছিল। মন্ত্রী  মানস রঞ্জন ভূঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস দত্ত এবং আদিবাসী সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা।

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের  প্রধান, উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য, সদস্যা, অন্যান্য কর্মধক্ষরা, বিশিষ্ট সমাজসেবী বিকাশ  ভূঁইয়া, জেলা পরিষদের অন্য সদস্য সদস্যরা।