/anm-bengali/media/media_files/2025/06/21/screenshot-2025-06-21-2025-06-21-16-52-42.png)
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ ও ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা বানভাসি। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে। আজ প্রশাসনিক আধিকারিকরা কিছু ত্রাণ সামগ্রী বিলি করেছেন বানভাসি মানুষদের। চন্দ্রকোনার কৃষ্ণপুর সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিদর্শন করেন মন্ত্রী মানস ভুঁইয়া। সেই সঙ্গে চন্দ্রকোনা দু'নম্বর সমস্ত উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে সকলকে নিয়ে একটি বৈঠক করেন তিনি।
/anm-bengali/media/post_attachments/35a6b4ed-2af.png)
বৈঠক শেষে মন্ত্রী জানান সমগ্র বন্যা পরিস্থিতির উপর সরকারের পক্ষ থেকে বিশেষ নজরদারীর ব্যবস্থা করা হয়েছে। ত্রাণ শিবির খোলা হয়েছে মানুষদেরকে সেখানে নিয়ে এসে রাখা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যের দিকটির মাথায় রেখে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেই সঙ্গে নবান্ন থেকে প্রিন্সিপাল সেক্রেটারি সহ বিভিন্ন আধিকারিকরা বন্যাপ্রবণ এলাকা পরিদর্শন করেন। বেশ কয়েকটি জায়গায় এখনো মানুষজনদেরকে বের করে আনার জন্য নৌকোর ব্যবস্থা করা হচ্ছে, এমনটা জানিয়েছেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us