হাওড়া জলসঙ্কট প্রসঙ্গে 'প্রাকৃতিক দুর্যোগ'কে দায়ী করলেন মন্ত্রী অরূপ রায়

পাইপ লাইনে ফাটলের জেরে আরও তীব্র হয়েছে জলসঙ্কট।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
aSAcvsdaca

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: হাওড়া (Howrah) জলসঙ্কট প্রসঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কথা বললেন মন্ত্রী অরূপ রায়। পরে যদিও সুর বদল করলেন মন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়েই এই দুর্যোগ হয়েছে। পাইপ লাইনে ফাটলের জেরে হাওড়াতে জলসঙ্কট আরও তীব্র হয়েছে। মেরামতির কাজের মধ্যে মাটির ধস নামার কারণে সারানো পাইপ আবার ফেটে গেছে। বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুরের বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। এই গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার অন্তত দু'লক্ষ মানুষ। বিকল্প পাইপ লাইনের সাহায্যে চলছে সমাধানের চেষ্টা।

SDfasfds
ফাইল চিত্র
aSAcvsdaca
ফাইল চিত্র