মাঝনদীতে বাজ, নিখোঁজ মাঝি!

ওই মাঝির খোঁজ চালাচ্ছে প্রশাসন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
z2ew

File Picture

নিজস্ব সংবাদদাতা: ময়নার ঢেউ ভাঙা থেকে নন্দকুমার পর্যন্ত একটিই খেয়া রয়েছে। আর সেই খেয়াতে যখন মাঝি যাত্রী নিয়ে নৌকো পারাপার করছিলেন, ঠিক তখনই ঘটলো বিপত্তি।

z213ty

নৌকো যখন পারাপার করছিল ঠিক সেই সময় একটি বাজ পড়ে বলে স্থানীয় সূত্রে জানা যায়। বাজ পড়ার সাথে সাথেই নৌকার মধ্যে থাকা মাঝি জলে পড়ে যান এবং ওই নৌকাতে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা দেখতে পান নৌকার মধ্যে মাঝি নেই। এরপর ময়না থানার পুলিশ প্রশাসন ও স্থানীয়রা যৌথ উদ্যোগে ওই যাত্রীদের উদ্ধার করে। তবে ওই মাঝির খোঁজ চালাচ্ছে প্রশাসন।