New Update
/anm-bengali/media/media_files/2024/10/23/NcMKFvFUatQ99fpWZkl9.jpeg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঘূর্ণিঝড় দানা'র সতর্কতায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালেও মাইকিং প্রচার প্রশাসনের। ঘাটাল ব্লকের খড়ার পৌর এলাকায় মাইকিং করা হয় প্রশাসনের তরফে। মাইকিং প্রচার সহ ঘাটাল মহকুমায় ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখে বেড়ান মহকুমাশাসক সুমন বিশ্বাস।
/anm-bengali/media/post_attachments/aa7b1b2c-13f.png)
আজ সকালের পর বেলা গড়াতেই আকাশের মুখভার হয়ে আসে। দুপুরে একদফা মুষলধারে বৃষ্টিও হয়। দুপুর থেকেই আবহাওয়া পরিবর্তনের আবাস পাওয়া যাচ্ছে দানা'র প্রভাব। দুপুরের আকাশ মেঘাচ্ছন্ন, সাথে চলছে মাঝেমধ্যে বৃষ্টি। দুপুরের পর থেকে এমনই আবহাওয়া পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়।
/anm-bengali/media/post_attachments/837ee5e2-b62.png)
/anm-bengali/media/media_files/IDr7qHH9jW6HANFJT3iu.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us