নিজস্ব সংবাদদাতাঃ চড় চড় করে বাড়ছে পারদের মাত্রা। পারদের মাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। দক্ষিণবঙ্গে কবে আসতে চলেছে বর্ষা ? আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, রাজ্যে মৌসুমি বায়ুর প্রভাব পড়তে চলেছে। দক্ষিণ বঙ্গে বৃষ্টির আশায় চাতকের মত বসে রয়েছে বঙ্গবাসী।
/anm-bengali/media/post_attachments/35d65df29e9d535faf78b16b91e2e3f6221bbe4d19d547ad35489d874e1555f1.jpg?w=414)
তবে উত্তরবঙ্গে এই ছবিটা একটু অন্য রকমের। সেখানে ভারী বৃষ্টিপাত চলছে। সমগ্র উত্তরবঙ্গ জুড়েই চলছে ভারী বৃষ্টি।
/anm-bengali/media/post_attachments/072ac241f365b66dfe3527a013d9858baf7cbeb003a6b8d89606b62d66568090.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)