New Update
/anm-bengali/media/media_files/MPuX5qiR5sWRY6RnLCb0.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ১৩ জন উপাচার্যকে নিয়ে বুধবার সকাল ১০ টা থেকে শুরু করেছেন বৈঠক। আগের দিনের মতো এদিনও রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছতেই ছড়িয়েছিল উত্তেজনা। টিএমসিপির ক্ষোভের মুখে পড়েন আচার্য। রাজ্যপালের গাড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের কাছে পৌঁছতেই টিএমসিপি ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। সিভি আনন্দ বোসকে কালো পতাকাও দেখানো হয়।
#WATCH | Members of West Bengal Trinamool Chhatra Parishad show black flags to Governor CV Ananda Bose at North Bengal University, Siliguri.
— ANI (@ANI) June 28, 2023
Governor has arrived here to hold a meeting with Vice Chancellors. pic.twitter.com/OZR6oAN6qA
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us