Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনায় দীর্ঘদিন যাবতই মেডিকেল কলেজগুলিতে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের এই কর্মবিরতি প্রতিবাদের জন্যে, জঘন্য ঘটনার ন্যায়বিচারের জন্যে। আর এবার সেই প্রতিবাদের জন্যেই দাদাগিরির মুখোমুখি হলেন জুনিয়র চিকিৎসকেরা। এমনকি শুনতে হল হুমকিও। গতরাতের পর এদিন সকালেও মেদিনীপুর মেডিক্যাল কলেজে হুমকির মুখোমুখি হতে হল চিকিৎসকদের। তাঁদের হেনস্থা করা ও তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলপন্থী কয়েকজন চিকিৎসক নেতার বিরুদ্ধে। যদিও তারা যে তাঁদের আন্দোলন থেকে পিছু হটছেন না, তা স্পষ্ট করেছেন প্রত্যেকেই।
/anm-bengali/media/media_files/8uS92YEw5GVnDcRR92jH.webp)
/anm-bengali/media/media_files/QsM7g7VL0dRyQEpFZIsM.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us