/anm-bengali/media/media_files/Utzkj85JhU2IBC8CIszG.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ঘাটালের বন্যা কবলিত এলাকায় গৃহবন্দী মানুষদের পাশে দাঁড়ালো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ঘাটালের বিভিন্ন এলাকায় একটি টিম তৈরি করে মানুষজনের হাতে ত্রাণ তুলে দেন।
/anm-bengali/media/post_attachments/e56788db-392.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, পুলিশ সুপার ও থানার ওসিসহ জেলা পুলিশের একটি টিম বোট করে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় খাবার পৌঁছে দেন। চাল, ডাল, আলু, তেল, বিস্কিট ও বাচ্চাদের জন্য দুধের প্যাকেট সহ শুকনো খাবার এবং জলের পাউচ পৌঁছে দেওয়া হয় জেলা পুলিশের উদ্যোগে।
/anm-bengali/media/post_attachments/db5d28fcfc240e903078bdae1f002c490bc4c74582ced3bfae17e20dbdcdc2cd.jpg)
ঘাটালের প্রতাপপুর এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়ায় পুলিশ। ঘাটালের প্রায় চার থেকে পাঁচটি গ্রামে গিয়ে পুলিশ সুপার নিজে দাঁড়িয়ে থেকে মানুষজনকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেন। এর পাশাপাশি জলমগ্ন ঘাটাল থানা। পুলিশ এবং অন্যান্য কর্মচারীরা এক স্থানীয় লজ থেকে থানার কাজকর্ম পরিচালনা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us