মেদিনীপুরে সকলের সাথে রথযাত্রায় মেতে উঠলেন সাংসদ ও বিধায়ক

রথযাত্রার শুভ সূচনা করেন জুন মালিয়া এবং অজিত মাইতি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-06-27 a7tv

File Picture

নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুরের ঐতিহ্যমণ্ডিত সুপ্রাচীন জগন্নাথ মন্দিরের বিশাল রথযাত্রায় অংশ নিলেন সাংসদ জুন মালিয়া ও বিধায়ক অজিত মাইতি। মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের রশিতে এদিন টান দেন এই দুজনেই। সংগঠকদের কথায় ভক্তিভরে প্রণাম করে প্রসাদ গ্রহণ করে “জয় জগন্নাথ” বলে রথযাত্রার শুভ সূচনা করেন জুন মালিয়া এবং অজিত মাইতি।