মেদিনীপুরে প্রথম SIR সম্পূর্ণ কেশপুরের BLO আসমানের!

৫৬ রতনহাটি বুথের মোট ভোটারের সংখ্যা ৭১২ জন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-26 at 16.39.15 (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। যা নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি! বারে বারে সরব হতে দেখা গেছে এ রাজ্যের শাসক দলকে। যখন বিভিন্ন জেলা থেকে বিএলওরা কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছে, কলকাতার রাজপথে ধর্না কর্মসূচি পালন করছে, তো কোথাও আবার SIR এর কাজের চাপে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে। ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ৪ নম্বর গোলাড় গ্রাম পঞ্চায়েতের ৫৬ রতনহাটি বুথের বিএলও মহম্মদ হাম্মাদ আসমান ইতিমধ্যেই ১০০ শতাংশ কাজ সম্পন্ন করেছে। 

ইতিমধ্যেই তিনি জেলার ERO-র কাছে রিপোর্ট সাবমিট করে দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম কোন বিএলও এনুমারেশন ফর্ম বিলি ও জমা এবং অনলাইনে এন্ট্রি নিজে হাতে করে ১০০% কাজ সম্পন্ন করলো। বিএলও মহম্মদ হাম্মাদ আসমান জানান, শুধু ভোটার তালিকা নিবিড় সংশোধন নয়, যে কোন কাজ করতে গেলে তার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা করা দরকার। যদি কেউ সেই পরিকল্পনা করে কাজ করে, তাহলে খুব সহজেই সেই কাজ সম্পন্ন করা সম্ভব। “আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি নিজের থেকে একটি পরিকল্পনা করে কাজটি শুরু করি এবং খুব কম দিনের মধ্যেই এই কাজটি অতি সহজেই আমি তা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি”। 

WhatsApp Image 2025-11-26 at 16.39.15

কেশপুর ব্লকের দোগাছিয়া সিনিয়র মাদ্রাসায় কর্মরত এই বিএলও। তিনি ৪ নম্বর গোলাড় গ্রাম পঞ্চায়েতের ৫৬ রতনহাটি বুথের বিএলও। ৫৬ রতনহাটি বুথের মোট ভোটারের সংখ্যা ৭১২ জন। এনুমারেশন ফর্ম বিল এবং জমা করার সময় ৭১২ জন ভোটারের মধ্যে ১ জনকে খুঁজে পাওয়া যায়নি। ৫ জন ভোটার অন্যত্র চলে গেছেন, ৮ জন মৃত! ইতিমধ্যেই ৬৯৮ ভোটারের এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং অনলাইনে এন্ট্রি সম্পূর্ণ হয়েছে। বিএলও মহম্মদ হাম্মাদ আসমান রাজ্যের অন্যান্য বিএলওদের আবেদন জানিয়েছেন, বিভ্রান্ত না হয়ে, মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করে কাজ করুন, খুব সহজেই কাজ সম্পন্ন করার সম্ভব হবে।