/anm-bengali/media/media_files/2025/02/01/5PVg4KrIUsXcNEoT9cSZ.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা : এবার মালদায় আর জি কর মেডিকেলের ফাইনাল ইয়ারের ছাত্রীর রহস্যমৃত্যু নিয়ে উত্তাল হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গ। মূলত প্রেমিকের বিরুদ্ধেই উঠেছে খুনের অভিযোগ। উল্লেখ্য, ওই ছাত্রীর প্রেমিক নিজেও মালদা মেডিকেল কলেজের একজন চিকিৎসক পড়ুয়া। এই বিষয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়,'' আজ একটি ফোন আসে, যেখানে বলা হয় আমাদের মেয়ে মালদা মেডিকেলে ভর্তি রয়েছে। আমরা গিয়ে দেখতে পাই যে আমাদের মেয়ের মুখ থেকে কিছু একটা বেরোচ্ছে। মেয়ে জানায় তার প্রেমিক জোর করে তাকে কিছু খাইয়ে দিয়েছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/WsgX027sPtR72bXOmaMa.jpg)
মেয়ের মা বলেন,''ওরা দুজনে লুকিয়ে বিয়েও করেছিল। কিন্তু মেয়ে যখনই রেজিস্ট্রির জন্য চাপ দিত তখনই ওই ছেলেটি এড়িয়ে যেত। আমার মেয়ে বারবার বলেছিল রেজিস্ট্রি করিয়ে নিতে। হয়তো সেই কারণেই কিছু করে থাকতে পারে। এত কষ্ট করে মেয়েকে ডাক্তারি পড়ালাম আর আজকে এই হল আমাদের সাথে।''
এই ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই মেয়েটির প্রেমিক যার নাম উজ্জ্বল। এখনও পুলিশ তাকে খুঁজে বের করতে পারেনি। তবে তল্লাশি ও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us