মেচেদায় এবার উদ্বোধন হয়ে গেল জিআরপি আউট পোস্টের

পুলিশি অভিযোগ করতে যেতে হত পাঁশকুড়া জিআরপিতে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-28 at 18.59.57

File Picture

নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার মেচেদায় যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে জিআরপি আউট পোস্টের উদ্বোধন হয়ে গেল এবার। রেল স্টেশনে নিরাপত্তার কথা মাথায় রেখে পাঁশকুড়া জিআরপিএসের উদ্যোগে মেচেদায় জিআরপি আউটপোস্ট নতুন তৈরি করা হয়। 

পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ মেচেদা রেল স্টেশন চত্বরে যেকোনো অপরাধমূলক ঘটনা ঘটলে এফআইআর করতে বা পুলিশি অভিযোগ করতে যেতে হত পাঁশকুড়া জিআরপিতে। এবার মেচেদাতেই জিআরপি পোস্ট তৈরি হয়ে গেল। মেচেদায় অপরাধমূলক ঘটনা ঘটলে মেচেদা জিআরপি আউটপোস্টেই অভিযোগ করতে পারবে যাত্রীরা। এমনকি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেও পারবে জিআরপি পুলিশ।

এদিন জিআরপি পোস্টের ফিতা কেটে উদ্বোধন করেন রেল আইজিপি আইপিএস দেবব্রত দাস এবং অ্যাডিশেনাল এসআরপি খড়গপুর দেবশ্রী সান্যাল।