SIR বিতর্কে উত্তপ্ত মতুয়া মহল, আমরণ অনশনে মমতাবালা ঠাকুর

অনশনে বসেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
SIR

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) ইস্যুতে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আশঙ্কা তীব্রতর হয়েছে। সেই উদ্বেগ থেকেই আমরণ অনশনে বসেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। ঠাকুরবাড়িতে নিজের বাসভবনের সামনে তাঁর অনুগামীরা অনশন মঞ্চ গড়ে বসে পড়েছেন।

মমতাবালা ঠাকুরের অভিযোগ, “এসআইআর হলে বহু মতুয়া পরিবারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে”। তিনি জানান, এই অনশন মতুয়াদের নাগরিকত্বের অধিকার রক্ষার লড়াই। যদিও সংবাদ সম্প্রচারের সময় তিনি অনশন মঞ্চে উপস্থিত ছিলেন না — বিশেষ কাজে বাইরে ছিলেন বলেই জানা গেছে।

অনশনকারীদের দাবি, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, বাংলাদেশি ঘোষণা দিয়ে বা বাংলাদেশি কাগজের ভিত্তিতে নয়, ২০২৪ সাল পর্যন্ত ছিন্নমূল হয়ে এ দেশে আসা সকল মতুয়াকে নাগরিকত্ব দিতে হবে। 

mamatabala

এদিন মতুয়া মহাসঙ্ঘের একাধিক পদাধিকারী অনশন মঞ্চে উপস্থিত রয়েছেন। এক আন্দোলনকারীর কথায় — “যতক্ষণ আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ আন্দোলন চলবে”।

অন্যদিকে, শান্তনু ঠাকুরের দাবি – “মতুয়ারা CAA-তে আবেদন করুন। আমরা নির্বাচন কমিশনকে বলব যাতে ২০০২ সালের তালিকায় নাম না থাকলেও ভোটার নাম না কাটা হয়”। এমনই আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারীও।

কিন্তু মমতাবালা ঠাকুরের কটাক্ষ, “শান্তনু ঠাকুর মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন। CAA-তে আবেদন করলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না — এমন আইন নেই”।

এসআইআর চালু হওয়ায় স্বাভাবিক ভাবেই নাগরিকত্ব, ভোটাধিকার, পরিচয় প্রমাণের প্রশ্ন - এই তিন অক্ষকে কেন্দ্র করে মতুয়ার রাজনীতিতে চরম অস্থিরতা দানা বেঁধেছে।