SIR আবহেই পুলিশ প্রশাসনে বড়মাপের রদবদল ! বদলি করা হল প্রায় ১৭৫ জন পুলিশকে

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : একদিকে নিবিড় ভোটার তালিকা সংশোধনকে (SIR)-কে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। আর এরমধ্যেই এবার পুলিশ প্রশাসনে এক বড়মাপের রদবদল করা হল।

Police

গতকাল রাতে রাজ্য পুলিশের তরফ থেকে জারি করা হয় একটি বিশেষ নির্দেশিকা। সেই নির্দেশিকায় দেখা যাচ্ছে যে রাজ্যের প্রায় ১৭৫ জন পুলিশ আধিকারিককে এদিক থেকে ওদিকে বদলি করা হয়েছে। এসআইআর (SIR) আবহে পুলিশ প্রশাসনে এত বড়মাপের রদবদলকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।