/anm-bengali/media/media_files/7ZEyO1WduAoK6GIufBpS.jpg)
নিজস্ব সংবাদদাতা : সিউড়ি ২ নম্বর ব্লকে ফের উত্তেজনা। সাংসদ শতাব্দী রায় এসআইআর ক্যাম্প পরিদর্শনে আসতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রবল মারামারির ঘটনা ঘটে। সাংসদের সামনেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, কিল–চড়–ঘুষি। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
সূত্রের খবর, স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদীকে দলেরই একাংশ কর্মী মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি হাতের বাইরে যেতেই নিরাপত্তার স্বার্থে বলরামকে দ্রুত গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যান সাংসদ শতাব্দী রায়। হামলায় বলরামের ভাইও আহত হন বলে জানা গিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
উল্লেখ্য, এর আগেও এই ব্লকে অনুব্রত অনুগামী ও কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগেই দুই পক্ষের মধ্যে ব্যাপক অশান্তি ছড়িয়েছিল। এদিন আবারও সেই পুরনো গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ফেটে পড়ে সাংসদের উপস্থিতিতেই।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। বেশ কিছু সময়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us