SIR প্রক্রিয়ায় ত্রুটি,২০০২-র বদলে দেখাচ্ছে ২০০৩-এর তালিকা

কেন এই ত্রুটি ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-26 at 3.24.29 PM

KKKK

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিশেষ এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া চলাকালীন জামুড়িয়া বিধানসভা এলাকার তপসি পঞ্চায়েতের ২৪৭ নম্বর বুথে সামনে এলো এক চাঞ্চল্যকর প্রযুক্তিগত ত্রুটি। যেখানে ফর্ম পূরণের জন্য ২০০২ সালের ভোটার তালিকা আবশ্যক, সেখানে সরকারি সিস্টেমে দেখা যাচ্ছে ২০০৩ সালের তালিকা। ফলে গোটা কুনুস্তোড়িয়া গ্রামে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও বিভ্রান্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুনুস্তোড়িয়া গ্রামে মোট ১,০৪৫ জনের এসআইআর ফর্ম পূরণের লক্ষ্য রয়েছে। এর মধ্যে ৯০৫টি ফর্ম ইতিমধ্যেই পূরণ হয়েছে, কিন্তু ফর্ম আপলোডের পর সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে ম্যাপিং ঘিরে। গ্রামবাসীদের অভিযোগ, “ফর্ম আপলোড হচ্ছে, কিন্তু সিস্টেমে ম্যাপিংই হচ্ছিল না। ৯০০-র বেশি ফর্ম ঝুলে আছে।”

এই পরিস্থিতিতে বড় প্রশ্ন,শেষ দশ দিনে কীভাবে ১,০৪৫টি ফর্ম একযোগে সঠিকভাবে ম্যাপ করা সম্ভব?

স্থানীয়দের বিস্মিত করে যা সামনে এসেছে,যেসব মহিলার বিয়ে হয়ে কুনুস্তোড়িয়ায় এসেছে, তাদের ফর্ম সঠিকভাবে আপলোড ও ম্যাপিং হচ্ছে। সংখ্যা প্রায় ২৪০। কিন্তু যেসব স্থানীয় মহিলা বিয়ের পর অন্যত্র গিয়েছে, তাদের একটিও ফর্ম ম্যাপিং হচ্ছে না। সেই সংখ্যা প্রায় ৯০।


গ্রামবাসীর প্রশ্ন, “সিস্টেমে এই বৈষম্য কীভাবে সম্ভব? এটা প্রযুক্তিগত ত্রুটি, নাকি গভীর কোনও প্রশাসনিক অসামঞ্জস্য?”

SIR


গ্রামের বাসিন্দাদের দাবি, এই গুরুতর সমস্যার বিষয়ে ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধান, ব্লক উন্নয়ন আধিকারিক এবং স্থানীয় বিধায়ককে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা চোখে পড়েনি।

ফলে এসআইআর প্রক্রিয়া শেষ হতে চললেও গ্রামের মানুষের মনে প্রশ্ন আরও স্পষ্ট হয়ে উঠছে,সব ফর্ম কি সময়মতো ম্যাপ হবে? আগামী ভোটার তালিকায় কি সবার নাম থাকবে?


স্থানীয় বাসিন্দা সমিরন মণ্ডল বলেন,“এসআইআর ফর্মে ২০০২ সালের তালিকা চাওয়া হয়েছে। কিন্তু এলাকায় ২০০৩-এর লিস্ট পাওয়া যাচ্ছে। এতে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। সমস্ত বিষয় পঞ্চায়েত, ব্লক অফিস ও বিধায়ককে জানিয়েছি। কিন্তু এখনো শুধু আশ্বাসই মিলছে।”

অন্যদিকে এসআইআর কাজে যুক্ত সন্দীপ মণ্ডল বলেন, “প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা গ্রামে ঘুরে সহযোগিতা করছি। ইতিমধ্যেই ৯০০-র বেশি ফর্ম ভরানো হয়েছে, কিন্তু একটি ফর্মও ম্যাপিং হয়নি। এটাই এখন গ্রামের সবচেয়ে বড় দুশ্চিন্তা।”

এসআইআর প্রক্রিয়া শেষের পথে, আর ঠিক সেই সময় জামুড়িয়ার কুনুস্তোড়িয়া গ্রামে দেখা দেওয়া এই প্রযুক্তিগত গোলযোগ আগামী দিনের ভোটার তালিকা নিয়ে বড়সড় অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে, হাজারের বেশি মানুষের ভোটাধিকার নিয়েই তৈরি হতে পারে জটিলতা।