New Update
/anm-bengali/media/media_files/2025/09/20/whatsapp-image-2025-09-20-at-2025-09-20-19-56-31.jpeg)
PURULIA
নিজস্ব সংবাদদাতা : কলকাতা উচ্চ আদালতের নির্দেশকে অমান্য করে,আজ পুরুলিয়ার কোটশিলা রেল স্টেশনে জমায়েত করে, রেল অবরোধের চেষ্টা করেন আদিবাসী কুড়মী সমাজের সমর্থকরা। এরপর রেল ও রাজ্য পুলিশ তাদের বাধা দিলে, পুলিশের সাথে বচসা বাধে কুড়মী আন্দোলনকারীদের। এরপর পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি করে আন্দোলনকারীরা। পাল্টা পুলিশও কাঁদানে গ্যাসের সেল ফাটায় ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/khgH6RjmlsuqmlZ93Wtz.jpg)
পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । পাথর বৃষ্টিতে বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত হন । রক্তাক্ত অবস্থায় এই পুলিশ কর্মীদের ভর্তি করা হয় স্বাস্থ্যকেন্দ্রে । এই ঘটনায় ইতিমধ্যে ১২ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us