ভয়াবহ অগ্নিকান্ড ডোমজুড়ে

কিভাবে লাগলো এই আগুন ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-10-25 at 7.15.01 PM

নিজস্ব সংবাদদাতা : ডোমজুড়ের গয়েশপুরের একটি লোহার কারখানায় বিধ্বংসী আগুন লাগার খবর সামনে এল। আগুন লাগার কারণ হিসেবে অনুমান করা হচ্ছে যে বাজি ফাটাতে গিয়েই ঘটেছে এই বিপত্তি। এই ঘটনায় একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় এবং এরফলে এই আগুন আরও ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রায় দু'ঘণ্টা কেটে যাওয়ার পরেও দমকলের একটি মাত্র ইঞ্জিনও এসে পৌঁছায়নি ।

digbijay da add

তাই ক্ষিপ্ত এলাকাবাসী, জল দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে । তবে তারা এখনও আশা করছে যে জলের গাড়ি আসবে । এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে ডোমজুড়  থানার পুলিশ এবং তারা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে।