/anm-bengali/media/media_files/2025/07/09/whatsapp-image-2025-07-09-2025-07-09-15-48-37.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ২১ জুলাইয়ের সমর্থনে চন্দ্রকোনা শহরে মিছিল ও কর্মী সম্মেলন করে তৃণমূল কংগ্রেস। ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে ২১ জুলাইয়ের সমর্থনে এই কর্মসূচি গ্রহণ করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষ, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই, প্রাক্তন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত, চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ জেলা ও চন্দ্রকোনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। চন্দ্রকোনা শহরের টাউন হলে দলীয় নেতা কর্মীদের নিয়ে হওয়া কর্মী সম্মেলন শেষে টাউন হল থেকে শুরু করে শহর জুড়ে একটি মহা মিছিল করা হয়। মিছিল শেষে চন্দ্রকোনা শহরের গাছশীতলা মোড় এলাকায় একটি পথসভা করা হয় যেখানে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্বরা। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ রয়েছে ধর্মতলায়। তাই 'ধর্মতলা চলো'র ডাক দিয়ে চন্দ্রকোনায় কর্মী সম্মেলন করা হল বলে জানা গেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/09/whatsapp-image-2025-07-09-2025-07-09-15-48-56.jpeg)
'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us