মাওবাদীদের বনধ, বিকট শব্দে থমকে যায় ট্রেন

যাতে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তাই তৎপর রয়েছে রেল পুলিশ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-04 at 2.17.52 PM

নিজস্ব প্রতিনিধি, গড়বেতা: গতকালই ছিল তিন রাজ্যে মাওবাদীদের ডাকা বনধ। ভুবনেশ্বর থেকে দিল্লী রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময় গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে বিকট শব্দে থমকে যায় ট্রেন। সাথে সাথেই রাজধানীর গার্ড ও চালক খবর দেয় পিয়ারডোবা স্টেশনে। তারপরে রেল সূত্রে জানা যায় যে সাময়িক ট্রেন চলাচল বন্ধ থাকে। রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় রেলের পুলিশ, কুকুর সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনার জন্য আজ সকালেও ফের ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। যেহেতু জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের ডাকা বন্ধের দিনে এ ধরনের ঘটনা ঘটেছে তাই কোথাও ফাঁক রাখতে চাইছে না রেল আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি একটি ফরেনসিক টিমও ঘটনাস্থলে যাচ্ছে বলে রেল সুত্রে খবর। 

WhatsApp Image 2025-08-04 at 2.17.53 PM