/anm-bengali/media/media_files/2025/10/29/img-20251029-wa0079-2025-10-29-12-56-24.jpg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণবাড়ির পুজো কত বছরের পুরোনো তা এখনো জানা যায়নি।
বহুকাল যুগ থেকে এখনো তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণবাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। জগদ্ধাত্রী পুজোর সেবাইতরা জানান যে এখানে প্রথমে দুর্গার রূপে জগদ্ধাত্রীর পুজো করা হত। পরে চন্ডী রূপেও পূজা করা হয় জগদ্ধাত্রীর মৃন্ময়ী প্রতিমাকে।
অষ্টমীতে পূজার শুরু হয় আর পুজো শেষ হয় নবমীতে। দশমীতে হয় বিসর্জন। প্রথা মেনে এখনও নবমীতে হাঁস এবং ছাগবলি হয়ে থাকে। পরে সেই প্রসাদী মাংসকে রন্ধন করে ভোগ হিসেবে অর্পণ করা হয়। পুজো শুরু হয় ষোড়শ প্রচারে। ব্রাহ্মণবাড়ি থেকে বেনারসি শাড়ি পরিয়ে মৃন্ময়ী প্রতিমাকে আনা হয়। প্রায় ১৩ ঘন্টা ধরে হয় মায়ের আদি পুজো। নবগ্রহের হোমের পর বলি দিয়ে শেষ হয় পুজো। জগদ্ধাত্রীকে প্রতিদিন দেওয়া হয় অন্নভোগ। ভোগে দেওয়া হয় ৭ রকমের ভাজা। সাথে থাকে মাছ, ক্ষীরের পায়েস, খিচুড়ি ও ছানা। গ্রামের প্রাচীন পূজা হিসেবে পরিচিত বলে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পূজা দিতে আসেন এখানে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/29/img-20251029-wa0072-2025-10-29-12-57-06.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us