মহুয়ার পর লাইনে আরো অনেকে! বোমা ফাটালেন বিধায়ক

মহুয়া মৈত্রের বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। এবার একই পথে অনেক পথিকের কথা শোনালেন বিজেপি নেত্রী।

author-image
Pallabi Sanyal
New Update
mahuaaaa.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মহুয়া ইস্যুতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য সামনে এলেও এখনও নদীয়ার সাংসদের বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার অভিযোগের পাল্টা মুখ খোলেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই উঠছে প্রশ্ন, কেন চুপ মমতা? এবার কারণ ব্যাখ্যা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখেন, ''আপনার কাছে তথ্য ছিল না মহুয়া মৈত্রের  সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে?আপনি কি শান্ত  একারণে যে অন্যান্য তৃণমূল সাংসদরাও একই পথের পথিক?আপনি কেন আপনার এমপির দুর্নীতি ও নিরাপত্তার অভিযোগে নীরব? এটাই কি মা মাটি মানুষের  আদর্শ উদাহরণ?''

hire