/anm-bengali/media/media_files/wgAUoN1veutGoZZCmjHG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যেই জলমগ্ন। ডুবে গিয়েছে একাধিক রাজ্য সড়ক। এরই মধ্যে আরও বিপদের আশঙ্কা দক্ষিণবঙ্গজুড়ে। ডিভিসি জারি করেছে কমলা সতর্কতা, কারণ শুক্রবার রাত থেকে জল ছাড়ার পরিমাণ হঠাৎ বেড়ে দাঁড়িয়েছে ৭০,৪৭৫ কিউসেকে।
ডিভিসি সূত্রে খবর, দুর্গাপুর ব্যারাজ থেকে এই জল ছাড়া হচ্ছে, যার প্রভাব পড়তে পারে একাধিক জেলায়। ঝাড়খণ্ডে নিম্নচাপ ও প্রবল বৃষ্টির কারণে দামোদর ও বরাকর নদীর জলস্তর বেড়েই চলেছে। ফলে মাইথন ও পাঞ্চেত থেকে অতিরিক্ত জল ছাড়া হচ্ছে।
এর ফলে বিপদের মুখে পড়তে পারে দক্ষিণবঙ্গের নিম্ন দামোদর ও মুণ্ডেশ্বরী সংলগ্ন অঞ্চল। আশঙ্কা করা হচ্ছে, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের বহু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/E11Rikj9LAyzx53Z8Qna.jpg)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সরাসরি নজর রাখছেন পরিস্থিতির উপর। সূত্রের খবর, শুক্রবার নবান্ন বৈঠকের সময় মুখ্যসচিব মনোজ পন্থের ফোন থেকে জেলাগুলির প্রশাসনিক কর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
ডিভিসি জানিয়েছে, বৃষ্টির পরিমাণ কম না হলে পরবর্তী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রাজ্য সরকার সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনে নিম্নাঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us