'কোনো প্ররোচনা বা উস্কানিতে পা দেবেন না, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখুন'— চাকরীহারাদের বললেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া

ডেবরায় গোপন বৈঠকে চাকরি হারানোদের পাশে থাকার বার্তা দিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আস্থা রাখার অনুরোধ।

author-image
Debapriya Sarkar
New Update
Manas

নিজস্ব সংবাদদাতা : চাকরি হারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের সঙ্গে বিশেষ বৈঠকে আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের অডিটোরিয়ামে এই বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আশীষ হুদাইত এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ১৭০০ শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। তাঁদের মধ্যেকার একাংশ এইদিন বৈঠকে অংশ নেন এবং তাঁদের সঙ্গে সরাসরি কথা বলেন মানস ভুঁইয়া।

Ssc

মন্ত্রী জানান, "তাঁরা এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য তাঁদের সামনে তুলে ধরেছি। তাঁদের অনুরোধ করেছি, কোনো উস্কানিতে পা দেবেন না, কারও প্ররোচনায় যেন না যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখুন। তিনি সবসময় শিক্ষকদের পাশে আছেন।"

Ssc

বৈঠকটি ঘরোয়া হলেও রাজনৈতিক মহলে তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, সম্প্রতি চাকরি হারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, এবং তার মধ্যেই মন্ত্রীর এই বার্তা তা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।