শুখা মরশুমেই মানিকচকে ফিরল নদী ভাঙনের আতঙ্ক

নদীপাড়ের বিস্তীর্ণ এলাকায় বড় বড় ধস নামতে শুরু করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-25 at 19.24.24

File Picture

নিজস্ব সংবাদদাতা: বর্ষা শেষ। এখন চলছে শুখা মরশুম। আর এই শুখা মরশুমেই ভাঙন আতঙ্ক ফিরে এল মালদার মানিকচকের নুরপুর অঞ্চলের যোগনিগ্ৰাম এলাকায়। ওই এলাকার প্রায় একশো মিটার এলাকা জুড়ে দেখা দিল কালিন্দ্রী নদী ভাঙন। নদীপাড়ের বিস্তীর্ণ এলাকায় বড় বড় ধস নামতে শুরু করেছে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। 

নুরপুরের যোগনিগ্ৰাম এলাকায় কালিন্দ্রী নদীর পাড়ে ভাঙন হচ্ছে। নদীপাড়ে বড় বড় ধস নামছে। স্বভাবতই এই পরিস্থিতিতে এলাকায় নতুন করে ভাঙন আতঙ্ক ফিরে এসেছে। এইভাবে ভাঙন চললে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে জানা গেছে। তাই তারা দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানাচ্ছেন প্রশাসনের কাছে।