New Update
/anm-bengali/media/media_files/DkIlCYx4QAms2xM6uwmh.jpg)
নিজস্ব সংবাদদাতা: তেড়ে আসছে ঘূর্ণিঝড় মোচা (Mocha)। আর সেই আতঙ্কে বাগানে বাগানে এখন আম পাড়ার ধূম লেগে গেছে। অনেকেই ভাবছেন ঘূর্ণিঝড়ের দাপটে হয়তো আম (Mango) নষ্ট হয়ে যেতে পারে। আগেভাগে ভালো আম সব পেড়ে ফেলছেন। তার জেরে বাজারে আচমকাই আমের যোগান বেড়ে গেছে। শুধু তাই নয়, আমের দাম (Mango Price) একেবারে ঝপ করে নেমে গিয়েছে। গত বছর এই সময় হিমসাগর আমের দাম ১৫০ টাকা প্রতি কেজি ছিল আরএখন তার দাম ৪০ টাকা প্রতি কেজি। বাংলার উপকূলে আদৌ মোচার কতটা প্রভাব পড়বে তা জানা না গেলেও আম চাষিরা আর কোনওভাবেই ঝুঁকি নিচ্ছে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us