Mangalahat Fire: পরিকল্পনা করে আগুন? গ্রেফতার আরও ২

মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় ভয়াবহ তথ্য পেল সিআইডি।

author-image
Aniruddha Chakraborty
New Update
d

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন মোড়। সূত্রে খবর, মঙ্গলাহাটে পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছিল বলে সিআইডির হাতে তথ্য উঠে এসেছে। এই ঘটনায় রবিবার আরও দু’জনকে গ্রেফতার করেছে সিআইডি। একজনের নাম অশোক মুদুলি, অন্যজনের নাম সুরেন্দ্রকুমার ঢল। এর আগে মূল অভিযুক্ত স্বঘোষিত হাট মালিক শান্তিরঞ্জন দে-কে গ্রেফতার করা হয়। হাটে আগুন লাগানোর ঘটনায় এদের প্রত্যক্ষ হাত রয়েছে বলেও জানা যাচ্ছে। ফরেন্সিক রিপোর্ট বলছে, প্রায় ৮ বিঘা জমির উপর তৈরি হওয়া এই হাটের অন্তত ৫ জায়গা থেকে দাহ্য পদার্থের নমুনা মিলেছে।

প্রসঙ্গত, গত ২০ জুলাই রাতে হাওড়ার বহু প্রাচীন মঙ্গলাহাটে আগুন লাগে। কয়েক কোটি টাকার ক্ষতি হয় ব্যবসায়ীদের। এরপরই তদন্তভার নেয় সিআইডি।