Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/tUUoG12t3Jp3uU8SnUCJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ কলকাতায় সেচ দপ্তরের দায়িত্ব গ্রহণ করলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। গতকালই সেচমন্ত্রী হিসেবে তার নাম ঘোষনা করা হয়।
/anm-bengali/media/media_files/Bfc1CCSAwJW7xPGniaVF.jpeg)
আজ এ সি এস শ্রী প্রভাত মিশ্রর উপস্থিতিতে দপ্তরের সমস্ত কলাকুশলী ও অন্যান্য অধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি ঘোষনা করেছেন। তাই মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া দপ্তরের সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করে সবংয়ের উদ্দেশ্যে রওনা দেন।
/anm-bengali/media/media_files/pURMwVx49Afe1enjkMAb.jpeg)
আগমী ১৪ ই আগস্ট মন্ত্রী অফিসের সমস্ত ইঞ্জিনিয়ারদের সঙ্গে পূর্ণাঙ্গ বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ডিভিসি সহ একাধিক জলাধারা থেকে জল ছাড়ার ফলে যে বন্যা পরিস্থিতি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় তারও খোঁজ নেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।
/anm-bengali/media/media_files/MQxOv3IqJayJvHSxM5j3.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us