সবংয়ে BLA-2 এবং বুথ সভাপতিদের নিয়ে বৈঠকে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া

কি বার্তা দিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-02 at 5.05.19 PM

MANAS RANJAN

নিজস্ব সংবাদদাতা : আজ রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এদিন সবং বিধানসভার অন্তগর্ত প্রত্যেকটি BLA-2 এবং বুথ সভাপতিদের নিয়ে একটি বুথ ভিত্তিক রিপোর্ট সংগ্রহ করেন মন্ত্রী। মূলত এসআইআর (SIR) নিয়েই বিশেষ ট্রেনিং দেন দলের BLA-2 এবং বুথ সভাপতিদের। আগামী একমাস নিজেদের বুথে বুথে, পাড়ায় পাড়ায়, বসে কাজ করতে হবে। BLO-দের সহযোগিতা করতে হবে।

digbijay da add

বার্তা দেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া,পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতি, সবং ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিকান্ত কর-সহ, সবং ব্লকের প্রত্যেকটি শাখা সংগঠনের নেতৃত্বরা এবং সবং বিধানসভার নেতৃত্বরা।