নানুর দিবস উপলক্ষ্যে আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত সেচমন্ত্রী মানস রঞ্জন ভূইঁয়া !

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী নানুর দিবস উপলক্ষ্যে আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূইঁয়া।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-07-27 at 6.43.36 PM

MANAS

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, সবং ব্লকের ৯  নম্বর বলপাই গ্রাম পঞ্চায়েত এবং ১০ নম্বর ভেমুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নানুর দিবস এবং আমাদের পাড়া,আমাদের সমাধান এই দুটি কর্মসূচিকে সামনে রেখে দলের কর্মী সমর্থকদের নিয়ে দুটি সভা করলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, ব্লকের  সহ সভাপতি বাদল বেরা, সহ সভাপতি পার্থ প্রতিম মাইতি, যুব সভাপতি নিশিকান্ত কর, সাধারণ সম্পাদক স্বপন মাইতি ও ঘাটাল সাংগঠনিক জেলা সহ সভাপতি বিকাশ ভূঁইয়া সহ অনান্যরা। এদিন বহু নেতা-কর্মীদের নিয়ে এই সভা গুলি অনুষ্ঠিত হয়।‌‌ যেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে গর্জে ওঠেন তিনি।

Manas

তিনি বলেন,''ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে এক জোট হতে হবে এবং এই লড়াইকে আরো তীব্র করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভারতবর্ষে এত জন মুখ্যমন্ত্রী আছেন এত রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন কিন্তু এইভাবে কোনও পরিকল্পনা গ্রহনে কাউকে কোনদিন দেখা যায়নি। যেভাবে তিনি আমাদের পাড়া,আমাদের সমাধান এই পরিকল্পনার মধ্যে দিয়ে প্রতিটি বুথ কে ১০ লাখ টাকা করে দেবেন এর চেয়ে বড় পরিকল্পনা চিন্তা ভাবনা কোনও হতে পারে না। ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদি শুধু জাত পাতের লড়াই , মানুষে মানুষে বিভেদ, মানুষের ভাষা কেড়ে নেওয়া ছাড়া এদের দ্বিতীয় কোন পরিকল্পনায় নেই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলা অনেক এগিয়ে যাবে তাই সর্বস্তরের মানুষকে আমাদের নেতা-নেত্রীদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাই।''