Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/10/25/whatsapp-image-2025-10-25-a-2025-10-25-20-08-31.jpeg)
MANAS
নিজস্ব সংবাদদাতা : শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চাঁদকুড়ি এলাকার স্কুল মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। এদিন তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারার পর নিজেই বল হাতে মাঠের পিচে হাজির হন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
পর পর বেশ কয়েকটি বল নিজের হাতে করেই এদিন বোলারের ভূমিকায় দেখা দিলেন তিনি । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ''গত ৪৫ বছর মাঠে ময়দানে খেলে খেলে বেঁচে আছি। সবংয়ের মানুষ বাংলার রাজনিতীর ময়দানে অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us